নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারাণয়গঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নামে পেজ খুলে নানা রকম অপপ্রচার ছড়ানো হচ্ছে। যদিও সেলিনা হায়াৎ আইভী বিভিন্ন সময় বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো একাউন্ট বা পেজ নেই।
ফেসবুকে দেখা যায়, সাবেক এই মেয়রের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক একাউন্ট, পেজ ও গ্রুপ রয়েছে। যার মধ্যে একটি সেলিনা হায়াৎ আইভী। পেজটিতে সেলিনা হায়াৎ আইভীর বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে জাপানে চেরী গাছের সাথে তোলা আইভীর একটি ছবি বারবার ব্যবহার করা হয়েছে। তাঁর পারিবারিক ছবি পোস্টসহ একই সাথে নানা রকম রাজনৈতিক পোস্ট করা হয়েছে। সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ সূত্রমতে সাবেক মেয়রকে হয়রানি করতে এই সব রাজনৈতিক পোস্ট দেয়া হচ্ছে যার সাথে তাঁর কোন যোগসূত্র নাই। তাঁর শুভাকাঙ্ক্ষীদের এই সব একাউন্ট, পেজ ও গ্রুপের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন সাবেক মেয়র আইভী।
তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আইভীর নিজস্ব কোন একাউন্ট, পেজ ও গ্রুপ নেই। তার নাম ও ছবি ব্যবহার করে কিছু অপপ্রচারকারী এসব একাউন্ট, পেজ, গ্রুপ খুলে অপপ্রচার, গুজব ছড়াচ্ছে। এসব একাউন্ট, পেজ ও গ্রুপ সরিয়ে ফেলতে ফেসবুকের সাথে যোগাযোগের পাশাপাশি পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী কাজ করছেন বলে জানান তারা।