শামীম ওসমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ হেফাজতের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। এই ঘটনায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনকে। মঙ্গলবার (২৬ নভেম্বর) হেফাজত ইসলামের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে এ অভিযোগ জমা দেন।

২০১৩ সালের ৫ মে শাহবাগের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলে সমাবেশ ডাকে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়।

৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শামীম ওসমান। নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় কমপক্ষে ৫০ টির অধিক মামলা হয়েছে। বর্তমানে তিনি আরব আমিরাতের আজমান শহরে অবস্থান করছেন বলে জানা যায়।

add-content

আরও খবর

পঠিত