মাদকসেবীদের আড্ডা দিতে বাঁধা দেয়ায় যুবককে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সদর উপজেলার ফতুল্লার দক্ষিন সস্তাপুর এলাকায় মাদকসেবীদের আড্ডা দিতে বাঁধা দেয়ায় ছুরিকাহত হয়েছে মেহেদী হাসান (১৮) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত আনুমানিক ১০টায়। এ ব্যাপারে আহতের পিতা মোঃ অহিদুল ইসলাম বাদি হয়ে গত মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিবরনে জানা যায়, দক্ষিন সস্তাপরে বদির হোটেলের সামনে প্রায় সময় কতিপয় মাদকসেবীরা আড্ডা দিত। আহত মেহদেী হাসান তাদের বার বার বারণ করে। এতে উক্ত মাদক সেবীরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এমনকি বিভিন্ন হুমকি ধমকি দিতে থাকে। এরই ধারাবাকিতায় গত সোমবার রাত ১০টায় মামুন (১৮) পিতা-নিজাম কমান্ডার ও হৃদয় (১৯) পিতা-অজ্ঞাত এবং আরো ৪/৫জন হোটেলে ঢুকে আমার ছেলেকে এলোপাথারি ছুরিকাঘাত করতে থাকে এতে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। এ সময় হামলাকারিরা হোটেলে ক্যাশ বাক্সে রক্ষিত নগদ ৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

আহত মেহেদী হাসানকে প্রথমে শহরের খাঁনপুর ৩শ‘ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত