নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক সিকদারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে শত শত নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচীতে যোগদান করেছে।
সোমবার ২৮ অক্টোবর দুপুরে বন্দর উপজেলা থেকে এ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়ায় এসে জড়ো হয়।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন। এর আগে মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপির নেতাকর্মীরা আলোচনা সভায় সক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ অন্যান্যরা।