প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির গাড়ি থামিয়ে ২৮ লক্ষ ৪৭ হাজার টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন কাশীপুর এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির গাড়ি থামিয়ে ২৮ লক্ষ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার দুপুর ২টায় মুন্সিগঞ্জ – নারায়নগঞ্জ- ঢাকা মহাসড়কে মোটর সাইকেল আরোহনকারী সংঘবদ্ধ ছিনতাইকারীরা হায়েস ডি.এম.চ-১৩৮১৫৭ গাড়িটি গতিরোধ করে এ ঘটনাটি ঘটায়। প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির লজিস্টিকি একাউন্ট অফিসার রমিজ উদ্দিন (৩৮) নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানায়, ফতুল্লা থেকে মুন্সিগঞ্জ থানার মুক্তারপুরআমাদের প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির অফিসে যাচ্ছিলাম । হঠাৎ করে পিছন থেকে মোটর সাইকেল আরোহনকারী ৪ জন ছিনতাইকারী সামনে থেকে গতি রোধ করে আমাদের হায়েস গাড়িতে আক্রমন করে সামনের কাচ ভেঙ্গে ফেলে। এবং একজন পিস্তল দিয়ে গুলি করলে গাড়ি চালক মো: রজ্জব আলীর (৪০) হাতে লাগলে তিনি আহত হন। পরে তাদের সাথে থাকা হকিস্টিক, চাপাতি দিয়ে এলাপাথারি আঘাত করলে আমি আহত হই ও নিরাপত্তা কর্মী আবুল বাশার (৪৫) হন। আহতদের ভিক্টোরয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত