রূপগঞ্জে জামায়াতে ইসলামীর জনসভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর মাহফুজুল ইসলাম আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার আমীর ও কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য আলহাজ্ব মমিনুল হক সরকার। এ সময় আরো বক্তব্য রাখেন- আনোয়ার হোসেন মোল্লা, কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, রূপগঞ্জ উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা মো. সাইফুল ইসলাম সিরাজী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ জেলা আইন বিভাগের সভাপতি এডভোকেট ইসরাফিল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা ইসলামকে পরিপূর্ণ ভাবে প্রত্যেকটি ঘরে ঘরে পৌছে দেয়ার আহবান জানান। তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাঠে নামতে দেয়নি। আজ সেই সন্ত্রাসী দল আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। ইসলাম প্রতিষ্ঠার সময় এসেছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভাবেশে জামায়েত ইসলামীর হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে যোগদান করেন। উপজেলার রূপগঞ্জ, দাউদপুর, ভোলাব ইউনিয়ন ও কাঞ্চন পৌর এলাকার নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেছেন। সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা ধর্য্যশীল ভাবে সমাবেশস্থলে বসে বক্তাদের কথা শুনেন। আগামী সংসদ নির্বাচনে আনোয়ার হোসেনের পক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ভোট প্রদান করার আহবান জানান।

 

add-content

আরও খবর

পঠিত