নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফিলিস্তিনে ও লেবাননে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা ঐতিহাসিক ডিআইটি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও ডিআইটি মসজিদের খতীব আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, দেওভোগ মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মুফতী আব্দুর রহমান, বেফাক নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মুফতী মুফিজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আমীর আতিকুর রহমান নান্নু মুন্সি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ।
তালতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন খান, হাজিপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মাহমুদ হাসানের যৌথ পরিচালনায় এতে বক্তব্য দেন- বন্দর উলামা পরিষদের সভাপতি মুফতী কবির হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, ফতুল্লা থানা উলামা কল্যাণ পরিষদের সভাপতি মুফতী ফয়জুল্লাহ, বাগে জান্নাত মাদ্রাসার মুফতি আব্দুর রহীম, হাজি সাইজুদ্দীন মাদ্রাসার মুফতি আবুল হোসাইন, সিদ্ধিরগঞ্জের মুফতী নুর হোসাইন নূরানী, কাশীপুর ইমাম-উলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মুফতী আব্দুল হান্নান, মুফতি সালমান রফিকী প্রমুখ।