নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আব্দুল আল মামুনকে আহবায়ক ও মেহেদী হাসান উজ্জলকে সম্পাদক করে গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে জাহাঙ্গীর আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপ্রধান অঞ্জন দাস।
শ্রমিকনেতা অঞ্জন দাস বলেন, আগামী ১ নভেম্বর গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সম্মেলন। খুবই গুরুত্বপূর্ণ সময়ে বিশেষত জুলাই গণ-অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে এই সম্মেলন আয়োজিত হচ্ছে। আমরা দীর্ঘ সময় ধরে মজুরি, নিরাপত্তা সহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছি। ফ্যাসিবাদী হাসিনার শাসনামলে জেল, জুলুম নানা প্রকার নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু রাজপথ ছাড়ি নাই। আমরা মনে করি শ্রমিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। ফলত শ্রমিককে অধিকারহীন করে গণতন্ত্র হবে না। জুলাই সংগ্রামে ২৪ জন পোশাক শ্রমিক শহীদ হয়েছেন। বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকার সহ মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের লড়াই অব্যাহত থাকবে।
সভায় সর্বসম্মতিক্রমে আহবায়ক পদে আব্দুল আল মামুন, যুগ্ন আহবায়ক পদে জাহাঙ্গীর আলম বাবু, সামিউল হোসেন, সম্পাদক পদে মেহেদি হাসান উজ্জল ও যুগ্ম সম্পাদক পদে আল আমিনের নাম ঘোষণা করা হয়। সদস্য পদে আছেন, মো. রনি শেখ, মো. দেলোয়ার হোসাইন, মো. শাহজালাল, সামিউল ইসলাম, বাবু মিয়া, হান্নান আহমেদ, আরিফ, মারুফ হোসেন, আকাশ, সুমন, শুভ দেব।