নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ বন্দরে দেওয়ানবাগ এলাকায় রাজিব হত্যকান্ডের এক সপ্তাহ পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় এলাকাবাসী উদ্যাগে বন্দর উপজেলার মদনপুরস্থ ঢাকা টু চট্রগ্রাম মহকসড়কে মানবন্ধনসহ এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে গ্রামবাসী অবরোধ তুলে নেয়।
গ্রামবাসীর সঙ্গে মানববন্ধনে অংশ নেন নিহতের রাজীবের পিতা হোসেন মাতবর, বড় ভাই শফিক, ছোট ভাই রাসেল, বড় বোন পারভিন, মামুন, ফারুক, রহিম, খোকন, সেলিম, মজিবর, সামসু প্রধান, জাকির প্রধান ও বন্দর উপজেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ প্রমুখ।
নিহতের বড় ভাই শফিক বলেন, গত ৯ অক্টোবর রাতে রাজীবকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ছোটবাগ এলাকার মাদক কারবারিরা। মামলার আসামিদের পুলিশ গ্রেপ্তার করছে না বলে উল্টো আসামিরা এখন হুমকি ধামকি প্রদান করছে।
বন্দর উপজেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ বলেন, পুলিশ আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে আবারো মহাসড়ক অবরোধ করে রাখা হবে বলে হুশিয়ারি দেন।
মামলার তদন্তকারি অফিসার এসআই শামসুল হক বলেন, গত ৯ অক্টোবর রাতে ছোটবাগ এলাকায় রাজীব হত্যাকান্ডের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে নিহতের পিতা হোসেন মাতবর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।