সোনারগাঁয়ে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানের ৩য় দিনে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার নুনেরটেক, আনন্দবাজার, বারদী ও রঘুনাথচর এলাকায় অবস্থিত মেঘনা নদীর তীরে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার। অভিযানে সহায়তা করেন বৈদ্যাবাজার নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় মৎস অফিসের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত ৮০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।

এ সময় মৎস কর্মকতা মাহমুদা আক্তার আরও জানান, প্রতিদিন আমাদের অভিযান চলবে।

add-content

আরও খবর

পঠিত