শিক্ষক দিবসে দুই গুণী শিক্ষককে হলি উইলস স্কুলের সম্মাননা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিশ্ব শিক্ষক উপলক্ষ্যে গতকাল দু’জন গুনী শিক্ষককে শিক্ষাবিদ হাজেরা রফিক শিক্ষা সম্মাননা প্রদান করেছে গোদনাইলের হলি উইলস স্কুল। শনিবার (৫ অক্টোবর) সকালে গোদনাইল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বেসরকারী স্কুল শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক মিলনমেলায় তাদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও মানপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম।

সম্মাননা প্রাপ্ত দুই শিক্ষক হলেন, নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন এবং সিদ্ধিরগঞ্জের চর শিমুলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ আবু তৈয়ব।

অনুষ্ঠানে তারা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এছাড়া আরও বক্তব্য রাখেন আবদুল আজিজ স্কুলের প্রধান শিক্ষক কায়সার আহমেদ, যুবনেতা আবদুল্লা মুজিব, পাঠানটুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র বর্মণ প্রমুখ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ছাত্রছাত্রীদের শিক্ষা দেন বলেই ছেলেমেয়েরা সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠে এবং দেশের সেবা করতে পারে।
তিনি শিক্ষদের যথাযথ মর্যাদা দেয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবদের প্রতি আহবান জানান।

add-content

আরও খবর

পঠিত