নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবার রোডের (কলেজ রোড) বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি ১৪ বছর বয়সী ফাহিমা। গত এক সপ্তাহ যাবৎ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন।
এই ঘটনায় ২৯ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ফাহিমার বড়বোন তাহমিনা। তারা দু’জন আল্লামা ইকবার রোডের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ওই বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি ফাহিমা।
নিখোঁজ ফাহিদা ময়মনসিংহের গৌরিপুর থানার নাউভাঙ্গারচর গ্রামের শরফুল ইসলামের মেয়ে।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, আল্লামা ইকবাল রোডে খন্দকার খায়রুল আনামের বাসায় কাজ করতেন তাহমিনা ও তার ছোটবোন ফাহিমা। গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে এবং সকল আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সাথে যোগাযোগ করেও ফাহিমার কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা।
নিখোঁজ ১৪ বছর বয়সী ফাহিমার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। তার গায়ের বর্ণ শ্যামলা। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সবুজ রঙের স্যালোয়ার ও গোলাপি রঙের জামা এবং ওড়না।
সন্ধান পেলে ০১৯৭৩০৬৬২৭০ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছে পরিবার।