বন্দরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ডকইয়ার্ড শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃদুল (২২) নামে এক ডকইয়ার্ড শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার সময় বন্দর থানার মাহমুদনগরস্থ কর্ণফুলী ডকইয়ার্ডে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক মৃদুল বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার কালাম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে ডকইয়ার্ড শ্রমিক মৃদুল জনৈক মুরাদ মিয়ার মালিকানাধীন ডকইয়ার্ডে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুত্বর আহত হয়। পরে ডকইয়ার্ডের অন্যান্য শ্রমিকরা স্থানীয় এলাকাবাসী সহযোগিতায় আহতকে মুমুর্ষ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডকইয়ার্ড শ্রমিক মৃদুলকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে বন্দর থানার ডিউটি অফিসারের সাথে আলাপ কালে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

add-content

আরও খবর

পঠিত