নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের গণআকাংখায় বাংলাদেশ গড়ে তোলার দাবীতে জনসভা করবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ চাষাড়াস্থ প্রেস ক্লাবের সম্মুখে এ জনসভা অনুষ্ঠিত হবে।
জনসভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তব্য রাখবেন পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আবু হাসান টিপু সহ জাতীয় ও জেলাস্থ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন পার্টির জেলা সভাপতি শ্রমিকনেতা মাহামুদ হোসেন।