নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। সোমবার (৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব নগর কার্যালয়ে মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহবান জানান।
তিনি বলেন, স্বৈরাচার শাসনামলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। রেন্টাল-কুইক রেন্টার বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে। সেই টাকা দেশে ফেরত এনে উন্নয়নের কাজে লাগাতে পারলে দেশ অল্প দিনেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি নূর হোসেন, মাও. হাবীবুল্লাহ হাবিব, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব শেখ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। এ ব্যাপারে তিনি যথাযথ কাজ করছেন।