দখলদারিত্ব ও দূর্বৃত্তায়নের বিরুদ্ধে সাংস্কৃতিক জোটের সমাবেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ দখল এবং মাজার ধ্বংসের বিরুদ্ধে গণপ্রতিরোধের উদ্দেশ্যে সমাবেশ করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, শেখ হাসিনা সরকারের স্বৈরশাসনের পতনের পর দেশের পরিবর্তীত পরিস্থিতিতে অন্তর্র্বতীকালীন সরকারের এই সময়ে দেশে এক শ্রেণির সুবিধাবাদী, সুযোগসন্ধানী এবং উগ্র-মৌলবাদী অসাধু-চক্রের আবির্ভব প্রবলভাবে লক্ষ করা যাচ্ছে। আমরা লক্ষ করছি তারা অনিয়মতান্ত্রিক ও অযাচিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তাদের বলপূর্বক পদত্যাগ, অপসারণ এবং লাঞ্ছনার মাধ্যমে চর-দখলের মতো শিক্ষপ্রতিষ্ঠানও দখল করে নিচ্ছে। এ সব কাজে তারা ব্যবহার করছে সে সব শিক্ষপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের। এতে একদিকে শিক্ষক-অভিভাবকদের মধ্যে যেমনি আতঙ্ক তৈরি হচ্ছে, পাশাপাশি ভেঙ্গে পড়ছে শিক্ষার স্বাভাবিক নিয়ম। সমাজে এর প্রভাব হবে সুদূরপ্রসারি। আবার সমাজে ঘাপটি মেরে থাকা উগ্র-মৌলবাদী কতিপয় অসাধুচক্র শুরু করেছে মসজিদের কমিটি দখল এবং বিভিন্ন স্থানে মাজার ধ্বংসের তৎপরতা। এ সব কর্মকাণ্ড সমাজে যেমনি দীর্ঘমেয়াদি ক্ষত তৈরি করবে পাশাপাশি ধ্বংস করবে হাজারো বছর ধরে আমাদের সমাজে বিরাজমান ধর্ম, বর্ণ, জাতি, গোত্রের সম্মিলিত সংস্কৃতিক ঐতিহ্য। তৈরি করবে মানুষে মানুষে বিদ্বেষ, অবিশ্বাস এবং ধ্বংস করবে সমাজের শৃঙ্খলা।

আরও বলা হয়, চব্বিশের ছাত্র-গণ অভ্যুত্থানের আকাঙ্খা হচ্ছে সমাজে বৈষম্যে বিরুদ্ধে সমতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। কিন্তু আজ কতিপয় স্বার্থন্বেষী কুচক্রীমহলের এ হেন অপতৎপরতা ছাত্র-জনতার সে স্বপ্নকে ভূলুন্ঠিত করবে। আর তাই এই দখলদারিত্ব ও দূর্বৃত্তায়নের বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে।

 

add-content

আরও খবর

পঠিত