নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের সানারপাড় এই বিক্ষোভ করেন তারা। স্থানীয় ৩নং ওয়ার্ডের সাধারণ মানুষের পক্ষে শ্রমিক নেতা আলমগীর হোসেনে তত্বাবধায়নে আয়োজিত মানববন্ধন থেকে আকবর হোসেনকে আইনের আওতায় নেয়ার দাবি জানানো হয়।
মানববন্ধন থেকে দাবি করা হয়, গত ৫ আগস্ট থেকে আকবর হোসেন ও তার ছেলে ছাত্রদল নেতা রনির নেতৃত্বে সানারপাড় এলাকায় লাুটপাট, ভাঙচুর চালানোসহ ব্যবসায়ীদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। তাদের কাছে সাধারণ মানুষ একরকম জিম্মি হয়ে পড়েছে।
স্থানীয়রা আরও বলেন, গিয়াসউদ্দিন সাহেব একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ। কিন্তু আকবর ও তার ছেলের কারণে তার দুর্নাম হচ্ছে। তিনি যদি এখনই এই পিতা-পুত্রের লাগাম টেনে না ধরেন তাহলে সাধারণ মানুষের কাছে তিনি ইমেজ সঙ্কটে ভুগবেন।
বক্তারা বলেন, আকবর হোসেন এখন পর্যন্ত অসংখ্য সাধারণ মানুষের নামে মামলা দিয়েছেন। আরও অনেকে মামলায় জড়াবেন বলেও হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে আমরা মাননীয় সাবেক এমপি গিয়াসউদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আকবরের জুলুম নির্যাতন থেকে আমরা পরিত্রাণ চাই।