নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দলীয় কর্মীদের হামলার শিকার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর সাথে হাসপাতালে দেখা করেছেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার নেতারা। তারা এই বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় একটি বেসরকারি হাসপাতালে টিপুর সাথে কথা বলেন গণসংহতির নেতারা।
এই সময় উপস্থিত ছিলেন দলটির জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর শাখার সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রানী দাস প্রমুখ।
এর আগে শুক্রবার বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় হামলার শিকার হন আবু আল ইউসুফ খান টিপু।