দীর্ঘ ১০ বছর পর নিজে এলাকায় লুৎফর রহমান বাদল 

নারায়ণগঞ্জ বার্তা ২৪ স্টাফ রিপোটার গোলাম মোস্তফা (সাগর) : দীর্ঘ দশ বছর স্বৈরাচার সরকারের নির্যাতন ও মামলার শিকার হয়ে দেশ ত্যাগ করেছিলেন সাবেক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান , এল আর গ্রুপের চেয়ারম্যান ও আরটিভির পরিচালক লুৎফর রহমান বাদল।
আজ ৫ সেপ্টেম্বর বিকেলে তিনি তার নিজ এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো আসেন। সময় বিভিন্ন শিল্পপতি রাজনীতিবিদ ও রূপগঞ্জের সাধারণ মানুষের ঢল নেমে আসে তারাবো খালপাড় এলাকায়। পরে লুৎফর রহমান বাদলকে গণ সংবর্ধনা দেওয়া হয়। অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন তাকে দেখে, যেমন মনে হয়েছিল রূপগঞ্জের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রূপগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি সকলের উদ্দেশ্যে বলেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি রূপগঞ্জের মানুষের কাছে যারা আমাকে সব সময় সাহস যুগিয়েছেন, তবে আমি কোন রাজনৈতিক পরিচয়ে আসিনি আমি বিগত সময়ে রূপগঞ্জের মানুষের সেবা করে গেছি সামনেও আমার ব্যক্তিগতভাবে আমি রূপগঞ্জের মানুষের সেবা করে যাবো। আমি রূপগঞ্জের সন্তান হিসেবে আমার কাছে আপনাদের অনেক অধিকার রয়েছে, রূপগঞ্জের উন্নয়নে যা যা করা দরকার আমি ইনশাল্লাহ করে যাব। তিনি আরো বলেন আপনারা জানেন আমি ক্রিকেটের লোক আমি প্রাতিষ্ঠানিকভাবে ক্রিকেটকে একটি রূপ দিয়েছি।  আমার একটি টিম লিজেন্ড অব রূপগঞ্জ নাম হয়েছে যেটা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। সচিন টেন্ডুলকার  আমার বন্ধু সে রূপগঞ্জে এসে উদ্বোধন করছেন। এবং আবারো তিনি রূপগঞ্জে আসবেন।
আমি সকল সাংবাদিকদের ধন্যবাদ জানাই যারা আজকে আমাকে সময় দিয়েছেন ধন্যবাদ জানাই রূপগঞ্জের সকলকে। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে আপনাদেরকে সময় দেওয়ার জন্য। রূপগঞ্জকে বিশ্বের দরবারে মডেল হিসেবে তৈরি করব ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

add-content

আরও খবর

পঠিত