নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে বসুন্ধরা সিমেন্টবাহী ট্রাকের চাপায় সিএনজি চালক সেকান্দর আলী (২৮) নিহত হয়েছে। ১৯ জুন রবিবার রাত ১ টায় বন্দরের হাজীপুর বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ২০ জুন সোমবার সকালে সিএনজি চালকরা বন্দরের সকল সিএনজি বন্ধ রেখে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরীর সামনে বিক্ষোভ করলে বসুন্ধরা কর্তৃপক্ষ নিহতের পরিবারকে ৫ লাখ ৫ হাজার টাকা ক্ষতি পূরণ দেয়ার ঘোষনা দিলে বিক্ষোভ বন্ধ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার আলী আহাম্মদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া কাশেম আলীর ছেলে ২ সন্তানের জনক সিএনজি চালক তার সিএনজি ঢাকা-মেট্রো থ-১১-০৬৭২ হাজীপুর বাস স্ট্যান্ডে এলে চাকায় সমস্যা দেখা দিলে সে গাড়ি রাস্তার পাশে রেখে চাকা মেরামত করছিল। এ সময় মদনপুর থেকে ভাবে ট্রাক ঢাকা-মেট্রো-ট-১৮-০১২৮ বেপোরোয়া ভাবে এসে সিএনজি চালককে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়।
এ ঘটনায় সকালে বন্দর অটো রিকশা সমিতির শ্রমিকরা সকল গাড়ি বন্ধ করে দিয়ে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরীর সামনে বিক্ষোভ করে। এ সময় নাসিক ১৯ ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলদের সমন্নয়ে বসুন্ধরা কর্তৃপক্ষ নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতি পূরন ও দাফন কাফনের জন্য ৫ হাজার টাকা দেয়ার ঘোষনা দেয়। পরে শ্রমিকরা তাদের বিক্ষোভ তুলে নেন।
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, ট্রাক চাপায় সিএনজি চালক নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।