নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রিনালয় পাম্পে থেকে কালু নামের ১ চাঁদাবাজকে আটক করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় অন্য চাঁদাবাজরা পালিয়ে যায় বলে জানা গেছে।
রবিবার (১১ আগষ্ট) সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল হাইওয়ে রাস্তার পাশে রিনালয় পাম্পের ভিতর থেকে পাম্পের ক্যাশ থেকে ১ লাখ ৮৯ হাজার টাকা লুট করে পালানোর সময় তাকে আটক করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সিদ্ধিরগঞ্জের দায়িত্বে থাকা শিক্ষার্থী মো. জাবেদ হোসেন।
আটককৃত মো. কালু সিদ্ধিরগঞ্জ শিমরাইলের তালেব আলীর ছেলে।
বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জানায়, পাম্পের ভিতরে ঢুকে টাকা লুটের সময় শিক্ষার্থীরা চাঁদাবাজ চক্রের ১ সদস্যকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের সাথে থাকা দেশিয় অস্ত্র চাকু, লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁদাবাজ চক্রের ১ সদস্যকে আটক করলেও বাকি ৩ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।