নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার (২ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া), বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু (আনারস), সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত কলম) প্রতীকে নির্বাচন করবেন।
ভাইস চেয়ারম্যান পদে জাকের পার্টির নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া (টিউবওয়েল), সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরী (তালা), উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল (মাইক), শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ শিপন (চশমা) প্রতীক পেয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোনারগাঁও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি (হাঁস), সনমান্দি ইউনিয়ন যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা পারভীন ওরফে শ্যামলী চৌধুরী (ফুটবল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।