নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবি নিয়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে‌ছে অবন্তী কালার টেক্সটাইল ও গার্মেন্টস শ্রমিকরা। এসময় ‌শিল্প পু‌লিশ ঘটনাস্থ‌লে গেলে বি‌ক্ষুব্দ শ্রমিক‌দের সা‌থে সংঘর্ষের ঘটনা ঘটে। র‌বিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত বি‌সিক শিল্পনগরী এলাকায় এ সংঘ‌র্ষের ঘটনায় শ্রমিক-পু‌লিশসহ অন্তত ৩০ন আহত হয়। তাদের ক‌য়েকজন‌কে নারায়ণগঞ্জ জেনা‌রেল হাসপাতাল ও বা‌কি‌দের বি‌ভিন্ন স্বাস্থ‌্যে‌ন্দ্রে নি‌য়ে চি‌কিৎসা দেয়া হয়ে‌ছে।

শ্রমিকরা জানি‌য়ে‌ছে, তারা ৩ মাসের বেতন এবং ঈদ বোনাস পাওনা আছে। একাধিকবার আশ্বাস দিলেও মালিকপক্ষ তা পরিশোধ করে নাই। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ফ্যাক্টরি বন্ধ দেখতে পায়। ম্যানেজমেন্টের সাথে এ নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দেয়া হয়। শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পঞ্চবটী -মুক্তারপুর সড়ক অবরোধ করে।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকরা রাস্তায় বিদ্যুৎতের খুঁটি ফেলে ও টেবিলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। ঘটনাস্থলে শিল্প পুলিশের জলকামান নিয়ে গেলে উত্তেজিত শ্রমিকরা তা ভাংচুর করে। শিল্প পুলিশ রাবার বুলেট ছুঁড়লে শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শিল্প পুলিশ টিয়ারসেল ছুড়লে শ্রমিকরা কিছুটা পিছু হটলেও পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে।

পরে ফতুল্লা মডেল থানা পুলিশ এসে শ্রমিকদের শান্ত হওয়ার আহবান জানান। পরে বেতন -ভাতা নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাসে শান্ত হয় শ্রমিকরা।

add-content

আরও খবর

পঠিত