নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পরিবারের সাথে সময় কাটাতে নিউজিল্যান্ড গেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (১৫ এপ্রিল) একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
একটি সূত্রে জানিয়েছে প্রায় মাস খানিক নিউজিল্যান্ড অবস্থান করবেন তিনি। সেখানে পরিবারের সদস্যদের সাথে সময় দেয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সাথেও মতবিনিময় করবেন তিনি।
মেয়র আইভীর স্বামী নিউজিল্যান্ড প্রবাসী কাজী আহসান হায়াৎ একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। বড় ছেলে কাজী সাদমান হায়াৎ সীমান্ত অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ও ছোট ছেলে কাজী সারজিল হায়াৎ অনন্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশুনা করছে। এছাড়া মেয়র আইভীর এক বোনও নিউজিল্যান্ডে বসবাস করেন।