না.গঞ্জে শহীদনগরে অটোরিকশা চাপায় ছাত্র নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে অটোরিকশা চাপায় হোসেন মিয়া নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। হোসেন মিয়া নামে নিহত ওই স্কুল ছাত্র সদর থানার শহীদনগর এলাকার ফিরোজ মিয়ার ছেলে। সে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে শহীদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা অটোরিকশাটি ভাঙচুর ও চালককে পিটিয়ে আহত করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত