আজমেরী ওসমানের উদ্যোগে দাদী নাগিনা জোহার জন্য দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাষা সৈনিক মরহুম এ.কে.এম শামসুজ্জোহার সহধর্মিণী রত্নগর্ভা মা ভাষা সৈনিক নাগিনা জোহার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজমেরী ওসমানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ই মার্চ বুধবার বাদ আসর চাষাড়া আল্লামা ইকবাল কলেজ রোড বাসায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এই সময়ে শত শত লোক উক্ত মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন। পরে মরহুম ভাষা সৈনিক নাগিনা জোহা’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। উল্লেখ্য, গত ২০১৬ সালের ১ মার্চ বাধ্যক জনিত কারনে অসুস্থ্য হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন ভাষা সৈনিক নাগিনা জোহা। ৬ মার্চ থেকে তিনি লাইফ সার্পোটের থাকার পর ৭মার্চ দুপুর ১টা ১০ মিনিটে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কাজী আমীর, হামিদ প্রধান, খায়রুদ্দিন মোল্লা, মো.নাসির,মো. সুমন,মো. মনির হোসেনসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত