নারায়ণগঞ্জে ৩৩৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সদর থানার ৩৩৭ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ মার্চ) তাকে ডিআইটি থেকে গ্রেফতার করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আ. জলিল (৩৪) শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার সাইখ্যা গ্রামের মো. মহিউদ্দিন সরদারের ছেলে।

র‌্যাব জানায়, অভিযানে লোহার তৈরি ৪ টি ছোট বড় রোলারের ভিতরে অভিনব কৌশলে ৩৩৭ বোতল ফেন্সিডিল পাচারকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় সে পেশাদার মাদক ব্যবসায়ী।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের কর্মকর্তা।

add-content

আরও খবর

পঠিত