বৃহস্পতিবার ত্বকী হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩১ মাস উপলক্ষে ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচির আয়োজন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে হত্যা করে নারায়ণগঞ্জের চিহ্নিত ঘাতকচক্র। এ হত্যার এক বছরের মধ্যেই তদন্তকারী সংস্থা র‌্যাব হত্যার সকল রহস্য উন্মোচন করে সংবাদ সম্মেলন করে তা দেশবাসীকে জানিয়ে দেয়। কিন্তু ১১ বছরেও এ হত্যার বিচারতো হয়ই নাই, বরং দীর্ঘ সময় ধরে এ বিচারকার্য সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে। সরকারের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে বিচারহীনতার চক্রে আটকে আছে এর বিচার। আমরা দেশে সংগঠিত সকল হত্যার বিচার চাই, বিচারহীনতা থেকে মুক্তি চাই, বৈষম্যমূলক বিচার ব্যবস্থার অবসান চাই।

add-content

আরও খবর

পঠিত