নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ১১ মামলায় ৮২ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন তিনি। এর আগে উচ্চ আদালত থেকে জামিন পান বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে জামিনে কারামুক্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক রানাসহ নারায়ণগঞ্জ মহানগর, থানা, উপজেলা, ওয়ার্ড বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।