১৩নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মাসদাইর বাজার ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৩নং ওয়ার্ড শাখার কার্যালয়ে ১৮ই জুন শনিবার বাদ আসর রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৩নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী মাসুম বিল্লাহ, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল হাই সাহেব সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা দ্বীন ইসলাম উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শহর শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হুসাইন, সেক্রেটারী মোঃ লোকমান হোসেন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব আব্দুর রহমান রোমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সোবহান প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুফতী মাসুম বিল্লাহ বলেন, রহমত, মাগফিরাত আর নাজাতের দুত হিসেবে প্রতি বছর রমজান আমাদের মাঝে উপস্থিত হয়। রমজান মাস এত দামি, এত সম্মানিত হওয়ার একমাত্র কারন হলো এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে একটি রাত্র আছে হাজার রাতের চেয়েও উত্তম। সে রাত্রটি হলো লাইলাতুল ক্বদর। সব জিনিসের মৌসুম আছে, এবাদতের মৌসুম হলো রমজান মাস। কোরআনের সংস্পর্শে যেই এসেছে সেই দামি হয়েছে। উদাহরণস্বরূপ কম দামের কাঠের টুকরা দিয়ে কোরআনারে রেহাল বানানো হয়, কম দামের কাপড় দিয়ে গিলাপ বানানো হয় আর ভুলবশত পায়ে লাগলে এটাকে আমরা বুকে লাগাই, চুমু খাই। সেই জাহিলিয়াতের যুগে আরবের মানুষ এমন কোন খারাপ কাজ নাই যে তারা করে নাই। কিন্তু ঐ খারাপ মানুষ গুলোই কোরআনের সংস্পর্শে আসার কারনে, কোরআনের আদেশ নিষেধ মানার কারনেই আজ তারা স্বর্ণের মানুষে পরিনত হয়েছে।

তিনি আরও বলেন, আজ বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি থাকা স্বত্ত্বেও কাফের, বেদ্বীন ও ইহুদির হাতে মুসলমানরো কুরআন থেকে দুরে সরে গিয়েছি। অর্থাৎ কোরআনের আদেশ নিষেধ না মানার কারনে আমরা কাফের, বেদ্বীন ও ইহুদির হাতে মার খাচ্ছি, লাঞ্চিত হচ্ছি, অপমানিত হচ্ছি। কাজেই ভাইয়েরা আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করি। তবেই পরিবারে, সমাজে ও রাষ্ট্রে শান্তি ফিরে আসবে। নচেৎ কোন তন্ত্র মন্ত্রে শান্তি দিতে পারে নাই আর পারবেও না।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত