আড়াইহাজারে নৌকা প্রার্থী বাবুর সাথে লড়বে ৩ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মোট ৩ লাখ ৩৩ হাজার ২৬৭ জন ভোটার আগামী ৫ বছরের জন্য সংসদে তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন। ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে এই আসনে ১ জন স্বতন্ত্রসহ ৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ১১৭ টি কেন্দ্রে ৭৪১ টি ভোট কক্ষে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনের শুরুর দিকে এই আসনে জমজমাট লড়াইয়ের আভাস মিললেও প্রচারণা শেষে পুনরায় নির্বাচিত হওয়ার পথে নজরুল ইসলাম বাবু।

ভোটার ও ভোট কেন্দ্র

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ২ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নে ১১৭ টি স্থায়ী কেন্দ্রে ৭৪১ টি ভোট কক্ষে ৩ জন হিজড়া ভোটারসহ মোট ৩ লাখ ৩৩ হাজার ২৬৭ জন ভোটার ভোট দিবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১২৫ জন। নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ১৩৯ জন। কোন অস্থায়ী ভোট কেন্দ্র না থাকলেও ৭ টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে এই আসনে।

প্রার্থী

নারায়ণগঞ্জ-২ আসনে ৫ জনের মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল ইসলাম (ঈগল) প্রতীক পেয়েছেন। এছাড়া আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু (নৌকা), তৃণমূল বিএনপির মো. আবু হানিফ হৃদয় (সোনালী আঁশ), জাকের পার্টির শাহজাহান (গোলাপ ফুল), জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন (লাঙ্গল) প্রতীকে নির্বাচন করছেন। তবে নির্বাচনের একদিন আগে বাবুর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে গেছেন তৃণমূল বিএনপির মো. আবু হানিফ হৃদয়।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র

আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-২ আসনের ১১৭ কেন্দ্রের ৭১ টিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

পুনরায় নির্বাচিত হওয়ার পথে বাবু

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ জন প্রার্থী। এখানে শক্ত অবস্থানে আছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্যসহ নজরুল ইসলাম বাবু। মাঠে আলোচনায় থাকলেও ভোটারদের মধ্যে প্রত্যাশিত অবস্থান নিতে ব্যর্থ হয়েছেন জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটনসহ অন্য প্রার্থীরা। তাই পুনরায় নির্বাচিত হওয়ার পথে নজরুল ইসলাম বাবু।

পরপর ৩ বারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে তাঁর একক আধিপত্যের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের ক্ষোভকে কাজে লাগাতে পারেননি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এমনটাই মত স্থানীয়দের। পারলে এখানে জমজমাট একটি নির্বাচনী লড়াই হতে পারতো বলে জানিয়েছেন তারা।

এখানে বাবুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে থাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের পারিবারিক ভোট ব্যাংক এবং জাতীয় পার্টির ভোটের পাশাপাশি সরকার বিরোধী ভোট পাওয়ার সম্ভাবনা থাকলেও বড় ব্যবধানে জয় পাবেন নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু।

add-content

আরও খবর

পঠিত