নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত একেএম নাসিম ওসমানের ছেলে যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে জেলায় অবরোধ বিরোধী মিছিল করেছে নেতাকর্মীরা। হরতাল অবরোধ মানি না, মানবো এবং আজমেরী ওসমান ভাই রাজপথ কাপছে এই স্লোগান দিয়ে মিছিল বের করা হয়। শতাধিক মোটরসাইকেল ও অর্ধশতাধিক গাড়িবহর নিয়ে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে পর্যন্ত নেতাকর্মীরা নগরীর কলেজ রোড এলাকা থেকে চাষাড়া হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
আজমেরী ওসমানের শান্তি মিছিল প্রতিনিয়ত চলমানের কারনে দেশ বিরোধী অপশক্তিরা এখন নারায়ণগঞ্জে নাশকতা করতে ভয় পায়। কারন অপশক্তিরা জানেন রাজপথে স্বক্রিয় অবস্থানে রয়েছেন আজমেরী ওসমান। যতদিন বেচেঁ থাকবেন ততদিন ক্ষুদ্র কর্মী হিসেবে জনগনের সেবা করে যাবেন বলে আজমেরী ওসমান জানান।
কর্মী-সমর্থকরা জানান, যেভাবে তার পিতা নাসিম ওসমান যেভাবে জনগনের সেবা করেছেন তেমনি আজমেরী ওসমানও জনগনের সেবা করতে চান।
এসময় আরো উপস্থিত ছিলেন কাজী আমীর, হামিদ প্রধান, খায়রুদ্দিন মোল্লা, মো. নাসির, মো. সুমন, মো. মনির হোসেনসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।