নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) : নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা এক ধরনের প্রতিযোগিতার মনোভাব এবং দায়িত্ববোধ তৈরি করে। খেলাধুলা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে। সিদ্ধিরগঞ্জের সানারপাড় ফুটবল একাডেমির উদ্যোগে কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমা ওসমান লিপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষন-বঞ্চনামুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর সে স্বপ্ন পূরণে দেশের তরুণ প্রজন্ম কার্যকর অবদান রাখবে। নারায়ণগঞ্জের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা খেলাধুলার প্রতিভা বিকশিত করতে সকলকে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের উন্নয়ণ সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। এবং আগামী সাত তারিখের জাতীয় নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে দেশের এক শ্রেনীর চক্রান্তকারীরা মাঠে কাজ করছে, দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। তাদের কাছ থেকে সাবধান থাকার পরামর্শ দেন লিপী ওসমান। তিনি বলেন, সকলেই ভোট কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দে ভোট দিবেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়ণের ধারাকে অব্যহত রাখার আহবান জানান তিনি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নাম্বার ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহজালাল বাদলের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তিন নাম্বার ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি ও ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সাবেক যুগ্ন সম্পাদক মহিউদ্দিন আহমেদ মোল্লাসহ আরো অনেকে।
এ সময় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহজালাল বাদল বলেন, জাতির উন্নতিতে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্নতিও দরকার। এ জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিভা কুড়িয়ে আনার উদ্যোগ নিতে হবে। তাদের বিকশিত হওয়ার সুযোগ তৈরি করতে হবে। সানারপাড় ফুটবল একাডেমির উদ্যোগে কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নাম্বার ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি ও ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, আজকের সন্তানেরা আগামী দিনের কর্ণধার। কাজেই তাদের শারীরিক ও মানসিক বিকাশ অপরিহার্য। কারণ সঠিক পরিচর্যা না হলে তারা হবে অপরিপূর্ণ, অপিরপক্ব। খেলাধুলা ও শরীরচর্চা শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে, দেশপ্রেম জাগ্রত হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। তাদের মধ্যে অপরাধ প্রবণতা কমে যায়।
এসময় শাহজাহান সাজু বলেন, আমাদের সমাজে যে কিশোর গ্যাং কালচার শুরু হয়েছে, তা রোধ করতে পর্যাপ্ত খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যে শুধু শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে তাই নয়, একজন খেলোয়াড় শুধু নিজের জন্য নয়, বরং নিজের দেশ ও জাতির জন্যও সম্মান ও পরিচিয় বয়ে আনতে পারে। আগামী সাত জানুয়ারী নির্বাচনে নারায়ণগঞ্জের শিংহ পুরুষ একেএম শামীম ওসমানকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি।