নারায়ণগ‌ঞ্জে পর্নোগ্রাফি অপরা‌ধে র‌্যা‌বের কা‌ছে ৫ জন গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : পর্নোগ্রাফি সরবারহ, প্রদর্শন, বিক্রি, ভাড়া, বিতরণের অ‌ভি‌যো‌গে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা হতে পৌনে ১২টা পর্যন্ত  শহরের এসএম মালেহ রোড বাসষ্ট্যান্ড র‌্যাব-১১ এর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। রাতে গণমাধ্যমের পাঠানো ইমেইলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ মাসুদ রানা ওরফে তন্ময় আহম্মেদ (৩৪), পিতা মোঃ আলী হোসেন, কুমুদীনি বাগান, সদর থানা, মোঃ মিলন (২৮), পিতা-মোঃ হোসেন খান, খানপুর বউবাজার, সদর থানা, মোঃ মাসুম (৩০), পিতা-মোঃ রুহুল আমিন, খানপুর কোল্ডস্টোর ক্লাবের সামনে দূর্জয়ের বাসার ভাড়াটিয়া, সদর থানা, মোঃ জনি (৩২), পিতা-জাহিদ হোসেন, কুমুদিনি বাগান, সদর থানা ও মোঃ মাহাবুবুর রহমান (২২), পিতা-বাদশা মিয়া, কলাবাগ, বন্দর।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা কম্পিউটার মোবাইল সার্ভিসের দোকানের আড়ালে যৌন উত্তেজনা সৃষ্টিকারী চলচ্চিত্র, ভিডিও চিত্র, স্থির চিত্র কম্পিউটারের মধ্যমে ইন্টারনেট ব্যবহার করে পর্নোগ্রাফি সরবারহ, প্রদর্শন, বিক্রি, ভাড়া, বিতরন ও বিভিন্ন ব্যক্তির নিকট সরবারহ করে আসছে বলে স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত