নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( শহর প্রতিনিধি ) : ওরা বাংলাদেশকে গোলাম করে রাখতে চায় কিন্তু জননেত্রী শেখ হাসিনা বিদেশীদের দাসত্বে বিশ্বাস করেনা এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর পুরান কোর্ট সংলগ্ন তার রাজনৈতিক কার্য্যালয়ে বিএনপি-জামাতের নৈরাজ্য প্রতিবাদে এবং দেশ ও জাতির শান্তি কামনায় এক আলোচনা সভায় তনি এসব কথা বলেন। এছাড়াও নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানকে সমর্থণ জানিয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অ্যাডভোকেট খোকন সাহা আরো বলেন, এলাকায় ভালো মাুনষ, যিনি উন্নয়ন করবেন। তাকেই আমরা নির্বাচিত করবো। আর পরিক্ষিত নেতা দানবীর সেলিম ওসমান ছাড়া এ আসনে বিকল্প কেউ নেই। এজন্য ঢাকা থেকেও আমাদের নির্দেশনা রয়েছে। তাই উনার জন্য আমরা সকলে ঝাপিয়ে পড়বো। প্রতিটা ভোটারের কাছে আমাদের যেতে হবে। বিদেশীদের দেখিয়ে দিতে হবে জনগনের ভোটে জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সহ-সভাপতি রবিউল হোসেন, সহ-সভাপতি মাহাবুবুর রহমান, যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, অ্যাডভোকেট মাহমুদা মালা, কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন, মহানগর কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু, মহানগর তাঁতী লীগের সভাপতি ফারুক আহমেদ শাহেদ, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম, যুবলীগ নেতা এহসানুল হোসেন নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল হোসেন, যুবলীগ নেতা শেখ সাফায়েত আলম সানি, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ অন্যান্যরা।