নারায়ণগঞ্জের ৫টি আসনে ৩৮ জনের মনোনয়ন বৈধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ৫ টি আসনে ৪৫টি মনোনয়নপ‌ত্রের বিপরীতে ৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে।  সোমবার (৪ঠা ডিসেম্বর) সকা‌লে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে যাচাই বাছাই শে‌ষে ৩৮ জনের মনোনয়ন বৈধ ক‌রে‌ছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল হক।

এদি‌কে ম‌নোনয়ন ভুল হবার অবকাশ নেই, নির্বাচনী পরিবেশ ভা‌লো আছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন নারায়ণগঞ্জ ১-আসন আওয়ামীলীগের হে‌ভিওয়েট প্রার্থী গোলাম দস্তগীর গাজী ।

পাশাপা‌শি ম‌নোনয়ন বৈধ হওয়ায় নির্বাচনী এলাকায় ব‌হিরাগত‌দের দি‌য়ে প‌রিচা‌লিত হ‌তে দি‌বে না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন তৃণমূল বিএন‌পির প্রার্থী নারায়ণগঞ্জ ১-আসনের তৈমূর আলম খন্দকার।

অন্যদি‌কে, ম‌নোনয়ন বৈধ হওয়ায় জনগ‌নের উপর আস্থ‌্যা প্রকাশ ক‌রে‌ছেন নারায়ণগঞ্জ-৩ আস‌নে একা‌ধিকবার জয় লাভকারী জাতীয় পা‌র্টির ম‌নো‌নিত প্রার্থী লিয়াকত হো‌সেন খোকা।

জানা গে‌ছে, নারায়ণগঞ্জ ১-আসনে আওয়ামীলীগ, স্বতন্ত্র ও তৃণমূল বিএনপির প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির আফাজ উদ্দিন মোল্লার মনোনয়ন ।

নারায়ণগঞ্জ ২ আসনে আওয়ামীলীগের নজরুল ইসলাম বাবু, জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন সহ ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ আসলে স্বতন্ত্র দুই জন বাদ পড়েছেন।

নারায়ণগঞ্জ ৩ আসনে ১৩ পার্থীর মধ্যে জাকের পার্টির জামিল মিজি ও কংগ্রেস পার্টির সিরাজুল হকের মনোনয়ন ঋণ খেলাপীর জন্য বাতিল হয়। এ আসনে আওয়ামীলীগের আবদুল্লাহ কায়সার ও জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা সহ ১১ জনের মনোনয়ন বৈধ।

নারায়ণগঞ্জ ৪ আসনে শামীম ওসমান সহ ৯ জনের মনোনয়ন বৈধ হয়েছে। এ আসনে দুইজনের মনোনয়ন বাতিল হয়।

নারায়ণগঞ্জ ৫ আসনে জাতীয় পার্টির পার্থী সেলিম ওসমান সহ ৫ জনেরই মনোনয়ন বৈধ হয়েছে। এ আসনে আওয়ামীলীগের কোন প্রার্থী নেই।

add-content

আরও খবর

পঠিত