লন্ডনে বসে তারেক জিয়া যুবকদের ধ্বংস করছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : লন্ডন থেকে বসে তারেক জিয়া যুবকদের জীবন ধ্বংস করছে বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, অচেনা নাম্বার থেকে আমাকে ফোন করে বলা হয়েছে তোর মৃত্যু সামনে চলে এসেছে। মৃত্যুর ভয় আমরা করিনা। আমাদের এখন সজাগ থাকতে হবে। সোমবার বিকালে পঞ্চবটী এলাকায় ফতুল্লা থানা আওয়ামী লীগের শান্তি মিছিলের পূর্বে আয়োজিত শান্তি সমাবেশে একথা বলেন তিনি।

পরে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শান্তি মিছিল বের করে পঞ্চবটী থেকে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগ সহ সহসংগঠনের নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, আমাদের মৃত্যুর ভয় দেখাইয়েন না। ২০০০ সালের ১৬ জুন আমাকে মারার জন্য বোমা হামলা করা হয়েছে। আমাদের ২০ জন লোক মারা গেছে। আমি বেছে আছি। আমি মনে করি আমি সেদিনই মরে গেছি। যে কয়দিন আছি মানুষের কথা বলবো। মানুষের জন্য কাজ করবো। এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে আসি নাই। বাংলাদেশকে মাথা উঁচু করে দাড় করানোর জন্য রাজনীতি করছি।

add-content

আরও খবর

পঠিত