নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানীর সিবিএ নির্বাচন ২০২৩ উপলক্ষে সংগঠনের বর্তমানে দায়িত্বে থাকা জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন রেজি: নং বি-১১৯৩ এর উদ্যোগে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা কাওরান বাজারে অবস্থিত তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয় (তিতাস ভবন)-এ এই নির্বাচনী সভার আয়োজন করা হয়। বর্তমানে দায়িত্বে থাকা কাজিম-আয়েজ পরিষদের এই আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
সিবিএ’র বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজ উদ্দিন আহাম্মদ, সহসভাপতি একেএম কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মো. ফারুক হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক রতন বসু, দপ্তর সম্পাদক মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, কার্যকরী সদস্য শাহ মুহাম্মদ আকমলসহ বিভিন্ন জেলা থেকে আসা জেলা ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বর্তমান সভাপতি আলহাজ কাজিম উদ্দিন প্রধান বলেন, মহামান্য আদালতের দ্বারে দ্বারে ঘুরে ৪ থেকে ৫ বছর লেগেছিল আমার এই সিবিএ নির্বাচন আনার জন্য। এরপর ২০১৫ সালে অনুষ্ঠিত সেই নির্বাচনে আপনারা আপনাদের প্রিয় সংগঠন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন রেজি: নং বি-১১৯৩ কে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। সেই নির্বাচনে থাকা আরও তিনটি রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন ১০ পার্সেন্ট ভোটও পায়নি বলে তাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়। যার ফলে এরপর আর সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন প্রায় ৮ বছর সেই রেজিস্ট্রেশন প্রাপ্ত একটি সংগঠন (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভূক্ত তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি: নং ১৯৪০) আদালতের মাধ্যমে রেজিস্ট্রেশন পুনরায় ফিরে পায়। তাই হঠাৎ করেই এই নির্বাচনের ঘোষণা আসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় থেকে। আমাদের আদালতে মোকাবিলা সুযোগ থাকা সত্ত্বেও তা করিনি। আমরাও চাই তারা নির্বাচনে আসুক। আমরা আবারও তাদের সাথে নির্বাচন করে জয়ী হতে চাই।
নির্বাচনে বক্তারা বলেন, এই সংগঠনটি ১৯৬৯ সালে একটি বিশেষ পরিস্থিতিতে তিতাসের কর্মচারীদের ভাগ্য নির্ধারণের জন্য তৈরি হয়েছিল। অদ্যাবধি তাই শ্রমিকদের কল্যাণের জন্যই কাজ করে যাচ্ছে। এখানে দলমত নির্বিশেষে সকলের জন্যই আমরা কল্যাণমূলক কাজ করে গেছি। তাই এর মধ্যে বিভিন্ন সময় গড়ে ওঠা বেশ কয়েকটি কমিটিই রেজিস্ট্রিশেন করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু পরে তারা আবার হারিয়েও গেছে। তাই এখন আবারও নতুন করে একটি কমিটি রেজিস্ট্রেশন করেছে নির্বাচন করার জন্য। আমরাও তাতে বাধা দেইনি। আমরা গণতন্ত্রকে সম্মান জানাই। তাই আমরাও চাই নির্বাচনের মাধ্যমে আবারও আমাদের সংগঠনের সিবিএ-কে বিজয়ী করতে। এজন্য তারা জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন রেজি: নং বি-১১৯৩ কে হারিকেন মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।