নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কম্পোজিট নীট এন্ড ডাইং কারখানার জেনারেটর রুমে গ্যাস লাইন লিকেজে আগুনে বিস্ফোরণের দুই শ্রমিক দগ্ধ হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় উত্তর নরসিংপুর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলঃ ভোলাইল গোদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে মিলন ও নরসিংপুর এলাকার হারুন মিয়ার হায়দার আলী। তারা কারখানার ইলেক্ট্রনিক বিভাগের শ্রমিক। তবে সাংবাদিকদের কারখানার ভেতরে ঢুকতে বাধা দেয় নিরাপত্তা কর্মীরা।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, ডাইং কারখানায় বিস্ফোরণের খবর বিসিক ও মন্ডলপাড়া দু’টি ইউনিটের যাওয়ার আগুন নিয়ন্ত্রণে আসে। দগ্ধ দুইজনকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে থেকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনে জেনারেটর রূমে বিস্ফোরণ ঘটেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।