কোস্টগার্ড ও বিজিবিকে শক্তিশালী করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আন্দোলনের নামে সহিংসতা করলে কাউকে ছাড় দেয়া হবে না এমন হুশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, বিএনপি জামায়াত ১৩/১৪ সালে জ্বালাও পোড়াও করে বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে, জীব জন্তও বাদ যায়নি। তারা মানুষ পোড়ায় আর প্রধানমন্ত্রী বার্ণ ইউনিট করে মানুষকে সুস্থ করে। এটাই পার্থক্য। যারা অপকর্ম করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

এসময় তিনি সীমান্তে মাদক প্রবেশ প্রসঙ্গে বলেন, মাদক এদেশে তৈরী হয় না। পাশের দেশ থেকে আসে। ভারতের সাথে আলাপের ফলে ফেনসিডিল আসা কমেছে। তবে মিয়ানমারের সাথে কথা বলেও তেমন লাভ হয়নি। কোস্টগার্ড ও বিজিবিকে আরো শক্তিশালী করা হয়েছে।
পরে মন্ত্রী নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং সমাবেশে যোগ দেন।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, সংসদ সদস্য একেএম শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন খোকা, অতিরক্তি ডিআইজি নুরুল ইসলাম, জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলার সিভিল সার্জন ডা. মশিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল সহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিগণ, রাজনীতিবিদ এবং র‌্যাব ও বিজিবি ছাড়া অন্যান্য উর্ধ¦তন কর্মকর্তাগণ।

add-content

আরও খবর

পঠিত