নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস চালকের স্ট্রোক, সড়কেই ২জনের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগুন নেভাতে যাওয়ার পথে নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ২ জন নিহত হয়েছেন।  সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়া এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার স্টেশনের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৫৮),  রিকশাচালক শহরের মাইসদার পাকাপোল এলাকার সিরাজুল ইসলাম (৫০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার বিসিক এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি নির্বাপণে যাচ্ছিল। চলন্ত অবস্থায় চালক স্ট্রোক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দেয়; বাসটি ধাক্কায় দেয় সামনে থাকা একটি প্রাইভেট কার ও কয়েকটি রিকশাকে। এতে ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর ও বাসের চাকায় পিষ্ট হয়ে এক রিকশা চালক ঘটনাস্থলে মারা যান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহম্মেদ বলেন, জানতে পেরেছি জাহাঙ্গীর হোসেন গাড়ি চালানো অবস্থায় স্ট্রোক করে মারা যান। যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দূর্ঘটনাটি ঘটেছে।

add-content

আরও খবর

পঠিত