নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। রোববার রাতে নগরের একটি চাইনিজ রেঁস্তোরায় আয়োজিত ওই মতবিনিময়ে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও ক্লাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান। তিনি যে কোন প্রয়োজনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহবান জানান।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি আরিফ আলম দীপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্য নির্বাহী কমিটির সদস্য আবু সাউদ মাসুদ, মাহফুজুর রহমান, আবদুস সালাম, আফজাল হোসেন পন্টি ও এমএ খান মিঠু। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য নাহিদ আজাদ, এম আর কামাল ও দিলীপ কুমার মন্ডল।