ফতুল্লা কাশিপুর ইউনিয়নের শান্তিনগরে গ্যাস চুরির মহোৎসব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ফতুল্লা কাশিপুর ইউনিয়নে বিএনপি নেতা রাজিবের নেতৃত্বে চলছে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার মহোৎসব। শান্তিনগর এলাকার তিন রাস্তার মোড় হতে মোহর আলী মেম্বারের ডাইং পর্যন্ত দিন-রাত একাকার করে এ সংযোগ স্থাপনে কাজ করে স্থানীয় বেশ কয়েকজন হার্ডওয়্যার মিস্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রেনের নির্মাণাধীন কাজ চলা অবস্থায় এ সুযোগে বাড়ি বাড়ি তিতাসের অবৈধ গ্যাস সংযোগ দেয়া হচ্ছে। আর এতে সরকার রাজস্ব হারালেও লাভবান হচ্ছে কতিপয়রা। প্রতিটি সংযোগ বাবদ ৩০ হাজার থেকে লাখ টাকাও হাতিয়ে নিচ্ছে বিএনপি নেতা রাজিব ও তার বাহিনী। আলিমুদ্দিনের দোকানের গলি হইতে ভোলার মিষ্টির দোকানের যাওয়ার শাখা রাস্তার দুই পাশেই ইতমধ্যে অনেক অবৈধ গ্যাস লাইন দেয়া সম্পন্ন হয়ে গেছে।

এই রাজিব কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদল সহ-সভাপতি। তার বিরুদ্ধেও সরকার বিরোধী নানা কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তারপরেও স্থানীয় আওয়ামী লীগ ও প্রভাবশালীদের সাথে সখ্যতা করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সে নানা অপকর্ম করে বেড়াচ্ছে।

সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায়, সেখানে শতাধিক গ্যাস সংযোগ প্লাস্টিকের পাইপের মাধ্যমে সংযুক্ত করা রয়েছে। বেশীর ভাগ সংযোগই ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা হয়েছে। যেকোন মুহুর্তে এসব সংযোগের কারণে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনাও। আর আশোপাশে ঘন বসতি থাকায় হাজার হাজার লোকের প্রাণহানি হওয়ার সম্ভাবনা রয়েছে এলাকাটি। তাছাড়া গ্যাস সংযোগের স্থানে একপর্যায়ে বিএনপি নেতা রাজিবকে দেখা গেলেও সংবাদকর্মীদের অবস্থান টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে এ বিষয়ে মুঠোফোনে কথা হলে রাজিব জানায়, ভাই এ সংযোগ আমি একা দেই না। আরো অনেকে জড়িত আছে। তাদের কাছে যান। সবাই টাকা খায়।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিসের ফতুল্লা এলাকার ম্যানেজার মশিউর বলেন, এ বিষয়টি অবগত ছিলাম না। যেহেতু জেনেছি অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিবো। তাছাড়া এভাবে সংযোগ দেয়া সম্পূর্ণ নিষেধ। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত