নারায়ণগঞ্জে নবীজির ৪০তম বংশধরের আগমন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ভারতের উত্তর প্রদেশ কাছাউছা শরীফ থেকে  নারায়ণগঞ্জে আগমন করলেন ক্বায়েদে মিল্লাত শাহ সৈয়দ মোহাম্মদ মাহমুদ আশরাফ আল- জিলানী(মা.জি.আ)। তিনি নবীজির ৪০ তম বংশধর ও বড় পীর আব্দুল কাদির জিলানী (রহ.) ২৭ তম বংশধর। শুক্রবার (২রা জুন) দুপুরে কাশিপুর ইউনিয়েনের দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজে ইমামতী করেছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কাশীপুর দক্ষিন গোয়ালবন্দ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ আশরাফী। মসজিদের সভাপতি মো. হোসেনসহ এলাকার মুসল্লি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

জানা গেছে, আঞ্জুমানে আশরাফীয়া বাংলাদেশ, কাশিপুর ইউনিট ও ক্বায়েদে মিল্লাত আশরাফীয়া যুব পরিষদ আয়োজনে এলাকাবাসীর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়। প্রতিবছর ইসলামের খেদমতে বাংলাদেশ সফর করেন নূর নবীজির বংশধর ও বড় পীর আব্দুল কাদির জিলানী (রাঃ) বংশধরগন। যুগ যুগ ধরে কাছাউছা শরীফ, উত্তর প্রদেশ, ভারত থেকে ইসলাম প্রচার করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আশরাফি আন্দোলনের প্রতিষ্ঠাতা সুফি সাধক সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সেমনানীর হুজুরের মাধ্যমে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ইসলাম প্রচার করে যাচ্ছেন আশরাফীয়া তরিকা।

add-content

আরও খবর

পঠিত