ফতুল্লা বিসিকে শাওন নিটিং ভবন উদ্বোধনে দোয়া

সংগঠনকে এগুতে পরিকল্পনা করেন : সেলিম সারোয়ার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ফতুল্লায় শাওন নিটিংয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিসিক শিল্পনগর এলাকায় প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ মজিবুর রহমানের তত্ববধায়নে এ আয়োজন করা হয়। এ সময়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুনতাজ উদ্দিন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নিট ঐক্য ফোরাম প্যানেলের প্রধান সেলিম সারোয়ার বলেন, একটি পক্ষ শুধু শুধু বিসিকের মধ্যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিচ্ছেন। তাদের বলবো, এগুলি বাদ দিয়ে সংগঠনকে কিভাবে সামনে এগিয়ে নেয়া যায় সেই ব্যাপারে পরিকল্পনা করেন। আপনাদের নিয়ে কথা বলার কোন ইচ্ছা নাই। শুধু বিভ্রান্ত না ছড়িয়ে ভালা কিছু করার আহ্বান জনাবো। আর আমি সকলের দোয়া চাই। আপনাদের  সকলের পরামর্শ নিয়েই আগামীতে এই সংগঠনের যত সমস্যা আছে তা সমাধানের জন্য আপনাদের সমর্থনটা চাই।

নিটিং ওয়ার্নস এসোসিয়েশন প্রতিষ্ঠাকালীন কার্যকর নির্বাহী কমিটির সদস্য আশরাফ উদ্দিন বলেন, আপনারা জানেন এত বড় বিসিক শিল্পনগরী, এখানে সমস্যা আছে সমাধানও আছে। এখানে অনেক ছোট ফ্যাক্টরি মালিক আছে। কিন্তু সে মালিক তাকে অসম্মান করার কোন সুযোগ আমরা দেই নাই। এমনও লোক আছে যারা মালিকপক্ষকে অসম্মান করে। কিন্তু পরবর্তীতে এসে তাদেরকেই বুকে বুক মিলায় কারণ তাদের ভোট লাগবে।

বিআরএস ফেব্রিক এর মালিক মোহাম্মদ আবুল বাশার বলেন, ৮ তারিখকে ঘিরে অনেক ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়েছে। যেটাতে আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। আমরা নারায়ণগঞ্জের সন্তান। আপনাদের সমর্থন চাই। কারো কোন অপপ্রচারে কান দিবেন না।

ওয়াসিউন নিট ওয়্যার মালিক রকিবুল হাসান রাকিব বলেন, কোন পেশীশক্তিকে ভয় পাওয়ার কিছু নাই। আমরা কারো কাছে মাথা নত করবো না। ৮ তারিখের পর আপনাদের নিয়েই সবধরণের অপশক্তিকে প্রতিহত করবো। শুধু আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রত্যশা করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, মো. কামাল হোসেন, মোঃ মিজানুর রহমান মিজান, আবু বক্কর সিদ্দিক আবুল, নির্মল চন্দ্র রায় মোঃ নুরুজ্জামান খান, মো. শফিকুর রহমান, মোহাম্মদ ইদ্রিস মিয়া, মোঃ মাসুম, মোহাম্মদ কুরাইশ মল্লিক, জাকির হোসাইনসহ আরো অনেকে।

add-content

আরও খবর

পঠিত