নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : আত্মশুদ্ধি লাভে পবিত্র মাহে রমজানে মাদ্রাসার লিল্লাহ ফান্ডে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় এবং যুবনেতা আজমেরী ওসমান ২০ বস্তা চাউল অনুদান প্রদান করেছেন। রবিবার (২৬ মার্চ) দুপুরে জামিআ ইমাম আবু হানিফা রহ. খোরশেদ আলম ইসলামীয়া উত্তর মাসদাইর মাদ্রাসায় তা হস্তক্ষেপ করা হয়েছে। আজমেরী ওসমানের পক্ষে মো. হোসেনের কাছ থেকে কোরআনের পাখিদের জন্য এ অনুদান গ্রহন করেন মাদ্রাসার পরিচালক মুফতি মনিরুজ্জামান।
এসময় মুফতি মনিরুজ্জামান বলেন, আমরা অন্তর থেকে আজমেরী সাহেবের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। তিনি শুধু এই মাদ্রাসা নয়, নারায়ণগঞ্জের বিভিন্ন মাদ্রাসায় উনার অনুদান দেয়া হয়। এজন্য উনাকে আমরা আলেম সমাজ ও মুসল্লীরা যেমন পছন্দ করি। তেমনি আল্লাহও যেন উনাকে পছন্দ করেন, দোয়া করি। আমরা শুনেছি উনার স্ত্রী আবারো উমরা পালনের নিয়ত করেছেন, আল্লাহ যেন কবুল করেন। উনার আম্মাকে যেন আল্লাহ সুস্থ রাখেন। এছাড়াও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের রুহের মাগফিরাতসহ কোরআনের পাখিদের নিয়ে সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
জানা গেছে, প্রতিবছরই বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় নিজ তহবিল থেকে অনুদান প্রদান করে থাকেন আজমেরী ওসমান। এরই ধারাবাহিকতায় মাদ্রাসাটির লিল্লাহ ফান্ডে ২০ বস্তা চাউল দেয়া হয়। এ মাদ্রাসা সাবলম্বী ও দুস্থ্য এতিমসহ ২০০ শিক্ষার্থী রয়েছে। যেখানে অনেক অসহায় শিক্ষার্থীকে বিনামূল্যে লেখাপড়ার সুযোগ দেয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আনোয়ার হোসেনসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।