নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ। রোববার (২৬ মার্চ) সকাল ৯ টায় নাসিক ২২ নং ওয়ার্ড লেজারার্স আবাসিক এলাকা সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সস্থ মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
পুষ্পস্তবক অর্পণ পূর্বে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির জন্য সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন,বাংলার রাখাল রাজা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধুর ডাকে সশস্ত্র মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। স্বাধীনতার ঘোষণার পর-ই ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি
সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রেফতার হওয়ার পূর্বে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু মাতৃভূমিকে মুক্ত করার লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তিনি শত্রুসেনাদের বিতাড়িত করতে বাঙালি জাতিকে শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই করার আহ্বান জানিয়ে ছিলেন। তাই আজ বাঙালি জাতি বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। পাশাপাশি মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে সকল শহীদদের প্রতি বন্দর থানা যুবলীগের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
পুষ্পস্তবক অর্পণে পাশে ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর আলী আক্কাছ, নাসিক ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ার সবুজ,বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ আহবায়ক মোঃ মাসুম আহমেদ, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার,শেখ মমিন, মোঃ হোসেন প্রধান,রতন সরকার নিলয়,উজ্জ্বল আলী,মোহসীন,নূর হোসেন (নুন্না),টিটু আলিম,মোঃ পাভেল,মোঃ মানিক, আরিফুল ইসলাম অপু,শান্ত,ফরিদ,রুবেল প্রমুখ।