প্রতিবন্ধীদের নিয়ে হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের নানা আয়োজন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রতিবন্ধীদের প্রতি সামান্য সহযোগিতা অসহায় অভিভাবকদের পথ চলায় সহায়ক হবে। এ স্লোগানে প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে নানা আয়োজন করেছেন হাসিনা অটিজম চাইল্ড কেয়ার। প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রধান কর্মাধ্যক্ষ হাসিনা রহমান সিমুর সার্বিক তত্ত্বাবধানে  রবিবার ৫ মার্চ আনন্দ ভ্রমণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। যে আনন্দ ভ্রমনে প্রতিবন্ধী শিশু-কিশোররা ছাড়াও তাদের অভিভাবক বৃন্দ, প্রতিষ্ঠানটি পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ অংশগ্রহন করেন।

ফতুল্লা পঞ্চবটি এডভ্যাঞ্চার ল্যান্ড পার্কে আয়োজিত এই উৎসবে প্রতিবন্ধী শিশু-কিশোররা নানা কর্মসূচির মাধ্যমে সারাদিন ব্যাপী আনন্দ উল্লাসে মেতে উঠে ।  তাদের জন্যে আয়োজন করা হয় বাহারী খাবারের।  এরপরবিকেলে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান মিয়া।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপনে হাসিনা রহমান সিমু সমাজের সর্বস্তরের মানুষের প্রতি  আহবান জানিয়ে বলেন প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান, এদের প্রতি আপনাদের সামান্য সহানুভূতি ও সহযোগিতা  অসহায় অভিভাবকদের পথ চলায় সহায়ক হবে। তাই নাগরিক সমাজের প্রতি আহবান জানাই আপনারা সহানুভূতি ও ভালবাসা নিয়ে প্রতি প্রতিবন্ধী ও তাদের পরিবারের পাশে দাড়ান।

add-content

আরও খবর

পঠিত