বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিনে হোসিয়ারী এসোসিয়েশনের দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৩ তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ মার্চ) বাদ আসর নগরীর ১নং রেল গেইটস্থ হোসিয়ারী ভবনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রুহের মগফিরাত কামনা সহ বর্তমান সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান এবং তা পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ মোঃ নাজমুল আলম সজল, সহ-সভাপতি (জেনারেল) মোঃ কবির হোসেন, সহ-সভাপতি (এসােসিয়েট) সাঈদ আহমেদ (স্বপন), পরিচালক (জেনারেল) বীর মুক্তিযােদ্ধা হাজী আলী আহমেদ শেখ, মো: মােজাম্মেল হক, আলহাজ্ব মো: আবদুল হাই, আলহাজ্ব মো: মনির হােসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার, মো: সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, মো: সাখাওয়াত হােসেন সুমন, মো: আবুল বাশার (বাসেত), পরিচালক (এসােসিয়েট) আলহাজ্ব মো: নাছির শেখ, আলহাজ্ব নাছিম আহমেদ, আলহাজ্ব মো: আতাউর রহমান, আলহাজ্ব মো: মিজানুর রহমান সহ হোসিয়ারী ব্যাবসায়ীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হোসিয়ারী এসোসিয়েশন সচিব সবদার হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন মসজিদের ইমাম হাফেজ মোঃ মেরাজুল ইসলাম।

add-content

আরও খবর

পঠিত