নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বিশেষ প্রতিবেদক) : আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্প বিষয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২রা মার্চ) দুপুরে জেলা প্রশাসন এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা আহছানিয়া মিশন এ আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ জেলায় আমি আসার পর থেকে বাল্য বিবাহের তেমন একটা অভিযোগ পাইনি। অন্যান্য জেলার চেয়ে এখানে বাল্য বিবাহের সংখ্যা অনেকটাই কম। তারপরেও আমার জন্য এটা একটি চ্যালেঞ্জ। কোথাও কেউ যদি এধরণের কাজ করতে চায় জানাবেন। আমি ডিরেক্ট অ্যাকশন নিবো। ইতমধ্যে একজন কাজীকে এমন কাজের জন্য আমরা জেলেও দিয়েছি। কোন ছাড় দেয়া হবে না।
ডিসি বলেন, যদি স্মার্ট দেশ গড়তে হয় তাহলে সন্তানদেরকেও স্মার্ট করে গড়ে তুলতে হবে। তাই নারী-পুরুষ সমতা নিয়ে সকলকে সচেতন হতে হবে। আর এসব সচেতনতামূল প্রচারণায় মুখ্য ভূমিকা পালন করে থাকে একমাত্র সাংবাদিকরাই। নারায়ণগঞ্জে সামাজিক আন্দোলনের মাধ্যমে রুখে দিতে হবে বাল্য বিবাহ। প্রথমত আইনের প্রয়োগ দরকার। দ্বিতীয় সমাজে প্রচার করতে হবে। তাই গ্রামে গ্রামে ছুটে যেতে হবে। বাল্য বিবাহে সংশ্লিষ্ট হলে ২ বছর কারাদন্ড দেয়ার বিধান রয়েছে অনাদায়ে ৫০ হাজার টাকা।
এসময় আহছানিয়া মিশনের বিভাগীয় কর্মকর্তা ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং জেলার সমন্বয়কারী তপন কুমার সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা এনডিসি রাসেল নূর, জেলা তথ্য অফিসার , ওইমেন একুয়ারসের উপ পরিচালক মো. মাহাবুবুর আলম, ফতুল্লা শাখা ম্যানেজার লুৎফর রহমানসহ ইলেকট্রনিক ও প্রিন্টসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।